২৬ অক্টোবর ২০২৫, ১৪:২৯

নবীগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক

হবিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক  © সংগৃহীত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম পরিমল বিশ্বাস (৩২)। নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আতককৃত ব্যক্তি ওই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের গালিমপুর গ্রামের বাসিন্দা। তিনি গালিমপুর গ্রামের লাল মোহন বিশ্বাস ও রিনা রানী বিশ্বাসের ছেলে।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো. কামরুজ্জামান এর দিকনির্দেশনায় ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির  উপপরিদর্শক (এসআই) অনিক দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (২৫অক্টোবর) রাতে তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা এ অভিযান চালিয়েছিল বলে জানা গেছে।   

আরও পড়ুন : ধরা পড়ল আড়াই কেজি ওজনের ইলিশ, দাম কত?

‎পুলিশ জানায়, অভিযানে পরিমলের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেখ মো. কামরুজ্জামান ‎আটককের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,পরিমল বিশ্বাস কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা রাখার কথা স্বীকার করেছেন।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।