মিরপুরে বহুতল ভবনে আগুন, যা বলল ফায়ার সার্ভিস
রাজধানীর মিরপুর-১১ নম্বরে কালশীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটি জানায়, ভবনের যে তলায় আগুন লাগে সেখানে শুধুমাত্র পরিত্যক্ত মালামাল, পুরোনো ফার্নিচার ও কাগজপত্র ছিল।
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রাত ১০টা ১২ মিনিটে আমরা খবর পাই যে মিরপুর-১১ নম্বরে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের বিল্ডিংয়ে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুনের ভয়াবহতা দেখে তারা সহায়তা চায়। এরপর কুর্মিটোলা ও মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট পাঠানো হয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
তিনি আরও জানান, ‘রাত ১২টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে তখনো ভেতরে ধোঁয়া ও আগুনের ছোট ছোট অংশ ছিল। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, ভেতরে আমাদের লোকজন কাজ করছেন। ভবনের কয়েকটি ফ্লোর খালি ছিল, যেখানে আগুন লেগেছিল সেখানে শুধুমাত্র পরিত্যক্ত মালপত্রে আগুন জ্বলছিল।’
আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে ছালেহ উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি। মনে হয় না কেউ আহত বা নিহত হয়েছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’
তিনি আরও বলেন, ‘ভবনটি কোনো পোশাক কারখানা কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখানে শুধু পরিত্যক্ত মালামাল, পুরোনো ফার্নিচার ও কাগজপত্র পাওয়া গেছে। ভবনের কাউকেই এখনো পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত আমাদের সদস্যরা সেখানে কাজ করবেন।’
এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভবনের ছয়তলায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তিনি বলেন, ‘রাত ১০টা ১২ মিনিটে খবর পেয়ে ১০টা ২৭ মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।’
প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ১২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।