২৫ অক্টোবর ২০২৫, ০১:২১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকমল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আকমল হোসেন উপজেলার রাইয়াপুর গ্রামের মৃত মওলুদ হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।