ময়মনসিংহে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শসার বাজার-সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাদরা গ্রামের মো. শাহজাহান (৩৮) ও গোয়াতলা শশার বাজার গ্রামের শামসুল (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমাম পরিবহন’ নামের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে ময়মনসিংহের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী মো. শাহজাহান ও শামসুল (৪৫) মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। ধাক্কায় দুইজন ঘটনাস্থলেই মারা যান। বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।