২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৮

টঙ্গী থেকে নিখোঁজ খতিব মহিবুল্লাহ পঞ্চগড়ে শিকলবদ্ধ অবস্থায় উদ্ধার

খতিব আলহাজ্ব ক্বারী মুফতি মহিবুল্লাহ   © টিডিসি ফটো

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মুফতি মহিবুল্লাহ মিয়াজী নিখোঁজের একদিন পর পঞ্চগড়ের তেতুলিয়া থেকে শিকলবদ্ব অবস্থায় উদ্ধার হয়েছেন।

জানা গেছে, গত বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর তার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামি সংগঠন, আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দ্রুত তার সন্ধানের দাবিও ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, খতিব মহিবুল্লাহ মিয়াজী গত কয়েকদিন ধরে ‘ইসকন’  নাম ব্যবহার করে পাঠানো উড়োচিঠির মাধ্যমে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর বুধবার রাতে স্থানীয় আলেম-ওলামারা টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করলে ওসি ওয়াহিদুর জামান তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠান এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজে দেখা যায়, মুফতি মহিবুল্লাহ সকাল ৬টা ৪৯ মিনিটে মরকুন হাতিল গেট অতিক্রম করেন এবং ৭টা ১৮ মিনিটে নিমতলি রেললাইন সংলগ্ন পেট্রোল পাম্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পঞ্চগড়ের তেতুলিয়া থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুফতি মহিবুল্লাহকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।