২৩ অক্টোবর ২০২৫, ০৬:৩১

মোটরসাইকেলে বান্ধবীকে নিয়ে ঘুরতে যাচ্ছিল সৈকতে, পথেই প্রাণ গেল যুবকের

মো. ফাহিম  © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মো. ফাহিম (২০)। গত শনিবার (১৮ অক্টোবর) আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে বান্ধবীকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২২ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফাহিম পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডুয়ারপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর দুপুরে ফাহিম তার এক বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলযোগে পারকি সমুদ্র সৈকতে যাচ্ছিলেন। কর্ণফুলী উপজেলার ডাকপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে যায়। এতে ফাহিমের মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে এবং তার সঙ্গী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু এম এ সিজান বলেন, ‘ফাহিম ছিল আমাদের সবার প্রিয় বন্ধু। সবসময় হাসিখুশি আর প্রাণবন্ত ছিল সে। দুর্ঘটনার পর থেকে আমরা সবাই তার জন্য প্রার্থনা করছিলাম। পাঁচ দিন ধরে সে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেল। বিশ্বাসই হচ্ছে না, এভাবে বন্ধুকে হারাতে হবে।’

স্থানীয়দের মতে, ফাহিম ছিলেন মিশুক ও প্রাণবন্ত স্বভাবের এক তরুণ। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।