১৯ অক্টোবর ২০২৫, ২২:০১

নেত্রকোনায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার 

প্রতীকী ছবি  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ধানক্ষেতের ড্রেন থেকে মারুফ হাসান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার আশুজিয়া হাসুয়ারী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারুফ হাসান উপজেলার হাসুয়ারী গ্রামের হাদিস মিয়ার ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে নিজ ঘর থেকে বের হন মারুফ হাসান। পরে মধ্য রাতের সময় স্থানীয় বাসিন্দা ৪-৫ জন সাইডুলী নদী থেকে মাছ ধরে ফেরার পথে আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী থেকে সাইডুলী নদীর ঘাটে যাওয়ার কাঁচা রাস্তার পাশে আবুল হাসেবের ধানক্ষেতের ড্রেনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদ্য সোহেল মিয়াকে অবহিত করেন। ইউপি সদস্য সোহেল মেম্বার কেন্দুয়া থানা পুলিশকে অবহিত করেন। ঘটনার সংবাদ পাওয়ার পর কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জন দেব, এসআই ইমন পাল, এসআই জাহিদ হাসান রানা ও ডিউটিরত ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারুফের লাশ উদ্ধার করেন।

ইউপি সদস্য সোহেল মিয়া জানান, ধান ক্ষেতের ড্রেনে মারুফের লাশ দেখতে পায়ে পুলিশ কে খবর দেওয়া হয়। মারুফের খিঁচুনি রোগ ছিল। আগেও সে কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছিল।

কেন্দুয়া থানার ওসি তদন্ত মিহির রঞ্জন দেব বলেন, ‘আমরা খবর পেয়ে আজ ভোর রাতে মারুফ হাসান নামের এক যুবকের মরদেহ উপজেলার  হাসয়ারি গ্রাম থেকে সাইডুলী নদী যেতে রাস্তার পাশে ধানক্ষেতের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ শনাক্তকরণ ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য আজ দুপুরের দিকে নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।