১৬ অক্টোবর ২০২৫, ২২:১৭

যশোর বোর্ডে পাঁচ কলেজে শতভাগ শিক্ষার্থী পাস

যশোর শিক্ষা বোর্ড  © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাঁচ কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বছর পাসের হারে দেশের মধ্যে তলানির বোর্ডটি। পাসের হার ৫০.২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। গত বছরের (২০২৪)  তুলনায় ফলাফল অনেক খারাপ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ অনেক কমে গেছে। গত বছর পাসের হার ছিল ৬৪.২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল প্রকাশ করার সময় এ তথ্য তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যশোর শিক্ষা বোর্ডে  শতভাগ পাস করেছে পাঁচটি কলেজ। শতভাগ পাশের তালিকায় কলেজগুলোর মধ্যে রয়েছে  ঝিনাইদহ ক্যাডেট কলেজ, যশোরের কেশবপুরের মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, সাতক্ষীরার বদহাটা মহিলা কলেজ, খুলনার মেলেটারি কলেজিয়াট স্কুল ও খুলনার নেভি স্কুল অন্ড কলেজ। 

ফলাফলের বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোছাম্মৎ আসমা বেগম বলেন, এ বছর যশোর শিক্ষা বোর্ডের ফলাফল তুলনামূলক ভালো হয়নি। তবে, প্রকৃত মেধার বিকাশ ঘটেছে। আগামীতে ভাল ফলাফল করার জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভালভাবে কলেজগুলো মনিটরিং করা হবে। শতভাগ পাসের হার এমন কলেজের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে।