১৪ অক্টোবর ২০২৫, ২২:০৮
নামাজ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
যশোরের মনিরামপুরে নামাজ পড়া শেষে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোসলেম বিশ্বাস (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত নাছির বিশ্বাসের পুত্র।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের সুন্দলপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের ভাইপো হাবিবুর রহমান মিলন বলেন, রাজারহাট-চুকনগর মহাসড়কের সুন্দলপুর বাজার ঈদগাঁহ জামে মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় মোসলেম বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।