১৪ অক্টোবর ২০২৫, ১৫:১৬

টিকটক করতে গিয়ে পানিতে তলিয়ে গেল কিশোর

পানিতে ডুবে কিশোর নিখোঁজ   © প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন হৃদয় (১৫) নামে এক কিশোর। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে টঙ্গী উপজেলার গুটিয়া নদীতে এ ঘটনা ঘটে। দুই দিন পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনো তাকে উদ্ধার করতে পারেনি।
 
জানা গেছে, গতকাল দুপুরে চার বন্ধু মিলে টঙ্গীর বিলের পানিতে টিকটক ভিডিও ধারণ করতে যান। তাদের মধ্যে তিনজন নদীতে নেমে গোসল করতে নামলে হঠাৎ পানির তীব্র স্রোতে তলিয়ে যায় হৃদয়। অন্য দুই বন্ধু কোনোভাবে নৌকায় উঠে আসেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
 
এ সময় নৌকায় থাকা আরেক বন্ধু ইব্রাহিম চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। কিন্ত ততক্ষণে পানির স্রোতে হারিয়ে যায় হৃদয়। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে, উদ্ধার অভিযান শুরু করে। তবে এখনো হৃদয়ের কোনো সন্ধান মেলেনি। 

আরও পড়ুন : বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট কারা নিয়েছিলেন?

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বিগ্নতা ঘটছে। 
 
ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে। হৃদয়ের পরিবার নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় নদীর পাড়ে বসে প্রার্থনা করছেন।