১০ অক্টোবর ২০২৫, ১২:৫২

মারা গেছেন সাবেক নৌ প্রধান সরওয়ার জাহান নিজাম

অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম  © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম, এনডিইউ, পিএসসি (অব.) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনী গভীর শোক প্রকাশ করেছে। নৌবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, ১৯৭৩ সালের ১লা জুন সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান। তিনি ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সম্মান অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর আধুনিকায়ন, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাহিনীর মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর দক্ষ নেতৃত্বে নৌবাহিনী নতুন যুগে প্রবেশ করে এবং বহুমাত্রিক উন্নয়নের ধারায় অগ্রসর হয়।

প্রয়াত এ সাবেক নৌপ্রধান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম সাহেবের ছোট ভাই। তার মৃত্যুতে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।