০৮ অক্টোবর ২০২৫, ২১:২৬

রাজবাড়ীতে ‘মা’ ইলিশ নিধন বন্ধে নৌপুলিশের অভিযান, আটক ৯

অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও কোস্ট গার্ড  © টিডিসি

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ‘মা’ ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানকালে পদ্মা নদীর কলাবাগানসহ একাধিক স্থান থেকে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ ও কোস্ট গার্ড।

বুধবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রীনাথ শাহা।

আটক জেলেরা হলেন ফরিদপুর জেলাধীন নর্থ চ্যানেল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গুলজার ডাঙ্গি গ্রামের মো. রুহুল আমিন (৩৩), মো. ইসাক মোল্লা (৪০), মো. সালাম মোল্লা (৩৬), মো. চুরমান (৩২), মো. আলমগীর (৩০), মো. ফজল মোল্লা (৩৫), ওবাইদুর সরদার (৩০); এ ছাড়া রাজবাড়ী জেলাধীন দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাত্তার মেম্বার পাড়া গ্রামের মোতালেব কাজি (৪৫) ও বাচ্চু সরদার (৩৫)।

এ সময় জেলেদের কাছ থেকে, প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য ও ৫ মিটার প্রস্ত ১৮০০ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শ্রীনাথ শাহা বলেন, গতাকাল রাতে অভিযান চালিয়ে ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আর উদ্ধার ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়েছে। মা ইলিশ রক্ষায় দৌলতদিয়া নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।