০৮ অক্টোবর ২০২৫, ১৪:২৩

ভুয়া কাজীর প্রতারণা, জাল বালাম বহি ও কাবিননামায় জনভোগান্তি

ভুয়া কাজীর প্রতারণা  © সংগৃহীত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতীহাটী ইউনিয়নে রাফিউল ইসলাম নামে এক ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভুয়া কাজী হিসেবে বিবাহ ও তালাক নিবন্ধনের অভিযোগে আলোচনায় এসেছেন। জালিয়াতির মাধ্যমে তৈরি করা বালাম বহি ও কাবিননামার নকল কপি ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে প্রতারণা করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, বিদেশগমনেচ্ছু এক যুবক রাফিউলের দেওয়া কাবিননামার অনুলিপি অনলাইনে সত্যায়নের জন্য আইন মন্ত্রণালয়ে জমা দেন। এরপর মন্ত্রণালয় থেকে জেলা রেজিস্ট্রার, শেরপুরকে নির্দেশ দেওয়া হয় কাগজপত্র যাচাই করার জন্য। জেলা রেজিস্ট্রার রাফিউল ইসলামের কাছে সরকার অনুমোদিত বালাম বহি দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। ফলে রেজিস্ট্রার তার ব্যবহৃত কাবিননামার বহি জব্দ করেন। এতে করে সংশ্লিষ্ট পরিবারকে মারাত্মক ভোগান্তির মুখে পড়তে হয়।

৪ নম্বর তাতীহাটী ইউনিয়নের সাবেক নিকাহ রেজিস্ট্রার মরহুম কাজী শামিমুর রহমানের ছেলে মো. সাখাওয়াত হোসাইন জানান, ‘গত দুই বছর ধরে রাফিউল ইসলাম বটতলা উত্তর বাজারে সাইনবোর্ড টানিয়ে ভুয়া কাজী হিসেবে বিয়ের রেজিস্ট্রেশন করে আসছেন। আমি বিষয়টি দুদকের গণশুনানিতে জানালে দুদক মহাপরিচালক বর্তমান জেলা রেজিস্ট্রারকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে রাফিউল বৈধ লাইসেন্স দেখাতে না পারায় ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তার বালাম বহি জব্দ করা হয় এবং বিষয়টি সচিব বরাবর পাঠানো হয়।’

জানা গেছে, রাফিউল ইসলাম জেলার রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে ইন্ডেন্ট পাঠানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সরকারের অনুমোদিত প্রেস থেকে বৈধ বই সংগ্রহ না করতে পারায় তিনি নিজেই জাল বহি তৈরি করে তা ব্যবহার শুরু করেন।

এ বিষয়ে রাফিউল ইসলাম জানান, ‘আমি মন্ত্রণালয়ের কোনো চিঠি পাইনি। লাইসেন্স পাওয়ার পর ইন্ডেন্ট দিয়েছিলাম কিন্তু বই হাতে পাইনি। পরে অন্য এক কাজীর কাছ থেকে বই নিয়ে কাজ চালাচ্ছি।’

তবে তার দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। কারণ, আইন মন্ত্রণালয় তাকে ৪ জানুয়ারি ২০২৪ তারিখে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জেলা রেজিস্ট্রার, শেরপুর এবং সাব-রেজিস্ট্রার, শ্রীবরদী যথাক্রমে ১৬ সেপ্টেম্বর ও ৯ নভেম্বর আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়ে তার ভুয়া লাইসেন্স বাতিলের সুপারিশ করেন।