০৭ অক্টোবর ২০২৫, ১৯:৪৪

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রাইভেটকারে থাকা বিএনপি নেতাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়  © টিডিসি

চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুল হাকিম (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হালদা নদীর মদুনাঘাট ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে একটি সাদা প্রাইভেটকারে থাকা বিএনপি নেতাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আবদুল হাকিম মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ও আহতরা রাউজানের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। হামলাকারীরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের সমর্থক হতে পারেন বলে স্থানীয়দের ধারণা। তবে পুলিশ এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এর আগে গত জুলাই মাসে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের সত্তারহাট এলাকায় গিয়াস কাদের ও গোলাম আকবরপন্থিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছিলেন। ছররা গুলিতে আহত হয়েছিলেন গোলাম আকবর খন্দকার নিজেও। ওই ঘটনার পর কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বিলুপ্ত করে।