নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা, তিন জেলেকে জরিমানা
পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে গিয়ে তিন জেলে ধরা পড়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই হাজার টাকা মোট ছয় হাজার টাকা জরিমানা করেন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০)। তারা নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াতলী-সংলগ্ন আন্ধারমানিক নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ ও পায়রা বন্দর নৌ-পুলিশ। এ সময় প্রায় এক হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এবং পায়রা বন্দর নৌ-পুলিশের এসআই কামরুজ্জামান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে নদী বা সাগরে মাছ ধরলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’