০৫ অক্টোবর ২০২৫, ১৪:৪৩

চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় আহত এখন টিভির ব্যুরো প্রধান-ক্যামেরাপার্সন

দুর্বৃত্তদের হামলায় আহত এখন টিভির ব্যুরো প্রধান ও ক্যামেরাপার্সন  © ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৫ অক্টোবর) সকালে এ হামলা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশ টিভির সাংবাদিক মোহাম্মদ নাজিম।

তিনি জানান, তথ্য সংগ্রহের কাজে জিয়াদ ও পারভেজ সকালে জঙ্গল সলিমপুর এলাকায় যান। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের বাধা দিলে ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে ফেলে। এতে উভয় সাংবাদিক আহত হন এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এই ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব বলেন, “এটি পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীদের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার  বলেন, সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদ ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে একাধিকবার ফোন করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার (৪ অক্টোবর) ভোররাতে আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।