৬ দফা দাবিতে টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা। আজ শনিবার (৪ অক্টোবর) সারাদেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়ালে ব্যানার টাঙিয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি চলে। টুঙ্গিপাড়ার পাঁচটি ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ২০১৮, ২০২০ ও চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেছেন তারা।
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন; শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোজন; ১৪তম গ্রেড প্রদান; ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নিতকরণ; টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা; পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।।
আরও পড়ুন : সম্মানীর নামে অসম্মান? ‘এক হাজারের গণ্ডি’ থেকে বের হতে পারছে না ঢাবি
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন টুঙ্গিপাড়া উপজেলা শাখার সহসভাপতি শচীন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘স্বাস্থ্য বিভাগের সর্বনিম্ন স্তরের কর্মচারী হিসেবে আমরা বারবার যৌক্তিক দাবি উত্থাপন করলেও তা কার্যকর হয়নি। ছয় দফা দাবি পূরণ না হলে আগামী ১২ অক্টোবর থেকে আমরা টিকাদান কর্মসূচি (টিসিবি টিকা ও ইপিআই) বন্ধ রাখব এবং অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাব।’
উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুরাদ বলেন, ‘আমাদের ছয় দফা দাবি মেনে নিলে আমরা দ্রুত কর্মস্থলে ফিরতে পারব। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি এবং আমাদের টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণার আহ্বান জানাচ্ছি।’