০৩ অক্টোবর ২০২৫, ২২:০৪
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার লংগাইর ইউনিয়নের পূর্ব গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রফিকুল একই এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, বিকেলে বাড়ির পাশের বিলে রফিকুল মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ব্রজপাতে রফিকুল ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুলের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পাগলা থানাপ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, বিষয়টি তার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেবেন বলে জানান তিনি।