০২ অক্টোবর ২০২৫, ২৩:৫৩

বাংলাবান্ধা এক্সপ্রেসের বগিতে আগুন

বাংলাবান্ধা এক্সপ্রেসের বগিতে আগুন  © সংগৃহীত

পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর রেলস্টেশনে পৌঁছালে চাকার নিচ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়।

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বিল্লু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার কিছুক্ষণ পর একটি বগির নিচে আগুন ধরে যায়। ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতের কাজ শুরু করে। পরে ত্রুটিপূর্ণ বগিটি আলাদা করে রাখা হয়। এতে প্রায় তিন ঘণ্টা দেরিতে, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

এ বিষয়ে মাধনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম বলেন, ট্রেনের পরিচালক আগুন লাগার বিষয়টি জানালে দ্রুত জরুরি ব্যবস্থা নেওয়া হয়। ত্রুটিপূর্ণ বগি আলাদা করার পর ট্রেনটি নিরাপদে যাত্রা করে।