ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতা কার্যক্রম
জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের নদী তীরবর্তী এলাকায় স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা প্রচারণা চালানো হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের পাশাপাশি নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তিনি বলেন, জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান পরিচালনার ফলে বর্তমানে মেঘনা নদীতে ইলিশের প্রাচুর্য দেখা দিয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মা ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের উদ্যোগে আয়োজিত এ সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মা ইলিশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জেলেদের আইন মেনে চলার আহ্বান জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।