০১ অক্টোবর ২০২৫, ২১:৩৯

১৬ ঘণ্টা বিদ্যুৎহীন জামালপুর, ক্ষুব্ধ জনতার অবরোধ

শরিফপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন  © টিডিসি

জামালপুরের শরিফপুরে টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষ জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। সন্ধ্যা ৭টা থেকে অবরোধ চলছিল, এতে মহাসড়কের চার থেকে পাঁচ কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিদ্যুৎ সংযোগ ফেরার পরও উত্তেজিত জনতা অবরোধ চালিয়ে যায়, স্থায়ী সমাধান দাবি করে।

বুধবার (১ অক্টোবর) পুলিশ ও প্রশাসনের তৎপরতায় রাত ৯টা ২০ মিনিটে বিদ্যুৎ সংযোগ আবার চালু হলেও লোকজন অবরোধ চালিয়ে যাচ্ছেন। খুলনা থেকে আসা এক প্রাইভেটকার চালক জানান, আমরা দুই ঘণ্টা ধরে রাস্তায় আটকা পড়েছি, মানুষজন বিদ্যুৎ আসার জন্য তীব্র আন্দোলন করছে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষার্থী হৃদয় শাওন বলেন, ‘ভোর থেকে বিদ্যুৎ নেই। পড়াশোনা করতে পারছি না। আন্দোলন করছি, তবু আমাদের সমস্যার দিকে কেউ নজর দিচ্ছে না।’

অপর গ্রামবাসী রাকির বলেন, ‘টানা বিদ্যুৎ না থাকায় আমাদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত। সরকারি তৎপরতা প্রয়োজন।সাধারণ মানুষ মনসুর আলী বলেন, বিদ্যুৎ ফিরে এসেছে, কিন্তু প্রশাসন যেন আমাদের মতামত শুনে সমস্যার স্থায়ী সমাধান দেয়।আবু সাইদ মন্তব্য করেন, আমাদের বাড়ি, দোকান সব অন্ধকারে। এমন অবস্থা সহ্য করা যাচ্ছে না।’