০১ অক্টোবর ২০২৫, ১৭:৪৭

ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

কলেজশিক্ষার্থী মারুফ বুখারীর তার লাশ দেখতে স্থানীয়দের ভিড়  © টিডিসি

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সৈয়দ মারুফ বুখারী (২৪) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মারুফ বেতুয়ান গ্রামের আব্দুস সবুর মজনুর বুখারীর ছেলে ও খুলনা পলিটেকনিক্যাল কলজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত মারুফের চাচা খোকন জানান, মারুফ কলেজে পূজার ছুটিতে গত সপ্তাহে বাড়িতে আসে। বাড়িতে এসে সে গত কয়েক দিন বাড়ির বিভিন্ন করছিল। ঘটনার দিন বুধবার দুপুরের দিকে পানির ট্যাংকি পরিষ্কার করতে সে বাড়ির ছাদে ওঠে। এর বেশ কিছুক্ষণ সময় পার হলেও সে নিচে না নামায় বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে। ডাকে তার কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন মারুফকে ছাদের ওপরে গিয়ে দেখতে পায় ছাদে জমানো বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে আটকে আছেন মারুফ। পরে পরিবারের লোকজন মারুফকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের ইউপি সদস্য ও বিএনপি নেতা আরজু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কলেজছাত্রের অকাল মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।