৩০ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৭

শেরপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি  © সংগৃহীত

শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইভরুয়া পাড়া গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোহানা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহানা একই গ্রামের আবু সাঈদের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহানা বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দ্রুতগামী অজ্ঞাত ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর ইজিবাইক চালককে আটক করা সম্ভব হয়নি।

সদর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।