২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭

টেকনাফে মোটসাইকেল-কার্ভাড ভ‍্যান সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল  © টিডিসি

কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে মোটরসাইকেল ও কার্ভাড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের বড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফের সাবরাং ইউপির কাটাবনিয়া এলাকার সাইফুল ইসলাম (৩০), কক্সবাজার সমিতি পাড়ার আব্দুর রউফ (২২)। গুরুতর আহত মো. হাছান (২২) মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে তিনজন যুবক মোটরসাইকেলে করে কাটাবনিয়া থেকে শাহপরীর দ্বীপ যাচ্ছিলেন। ওই সময় বড় খাল-সংলগ্ন ব্রিজের পাশে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফগামী একটি কাভার্ড ভ্যান (প্রিমিয়ার সিমেন্ট) এর সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুজন বাইক আরোহী ঘটনাস্থলে নিহত হয়। পাশাপাশি আরেক আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত আরোহীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইনজামামুল হক বলেন, গুরুতর আহত অবস্থায় হাছান নামের এক যুবককে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে ছুটে আসা টেকনাফ মডেল থানার এসআই কামাল হোসেন বলেন, নিহত দুই যুবকের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।