২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯

বিশ্ব নদী দিবস আজ

বিশ্ব নদী দিবসে প্রবাহমান নদী  © টিডিসি ফটো

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। নদী রক্ষা ও সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের সেপ্টেম্বরের চতুর্থ রবিবার এ দিবস উদযাপন করা হয়।

বিশ্ব নদী দিবসের সূচনা হয় ২০০৫ সালে কানাডার পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলো-এর উদ্যোগে। শুরুতে এটি কানাডায় নদী রক্ষার একটি বিশেষ প্রচারণা হিসেবে শুরু হলেও, পরবর্তীতে এটি বিশ্বব্যাপী আন্দোলনে রূপ নেয়। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে নদী দিবস পালিত হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য— ‘সুস্থ নদী, সুস্থ পৃথিবী’। নদীর গুরুত্ব, দূষণ ও দখল রোধ এবং স্বাভাবিক প্রবাহ রক্ষার প্রতি মানুষকে সচেতন করাই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্রসহ সহস্রাধিক ছোট-বড় নদী দেশের কৃষি, সেচ, মৎস্য আহরণ, নৌপথে পরিবহন ও পর্যটনের প্রধান চালিকাশক্তি। কিন্তু নদীগুলো বর্তমানে বড় সংকটে রয়েছে। নদীর নাব্যতা হ্রাস, শিল্প ও গৃহস্থালি বর্জ্যে দূষণ, অবৈধ স্থাপনা ও নগর সম্প্রসারণের কারণে নদীভূমি দখল এবং উজানে বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: নীলক্ষেতে ব্যালট ছাপানোসহ নানা অভিযোগের জবাব দিলেন ঢাবি উপাচার্য

ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি ইতোমধ্যে মারাত্মকভাবে দূষিত। দক্ষিণাঞ্চলের নদীগুলোর লবণাক্ততা বেড়ে কৃষি ও পানীয় জলের জন্য হুমকি তৈরি করছে। এছাড়া ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ নদীর স্বাভাবিক পরিবেশকে আরও ব্যাহত করছে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতি ও কৃষিকে টিকিয়ে রাখতে হলে নদী রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। নদী দখলমুক্ত করা, দূষণ রোধে কার্যকর আইন প্রয়োগ এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।