২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩

জেলের জালে উঠে এলো বিরল কালো পোয়া, ৭৮ হাজারে বিক্রি

বিরল প্রজাতির কালো পোয়া মাছ  © টিডিসি

পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জেলের জালে বিরল প্রজাতির কালো পোয়া মাছ ধরা পরেছে। যা স্থানীয় জেলেদের কাছে ‘ব্ল্যাক ডায়মন্ড’ বা ‘দাতিনা’ নামেও পরিচিত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলিপুর মৎস্য বন্দরে ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের এই দুর্লভ সামুদ্রিক মাছটি নিলামের মাধ্যমে কেজি প্রতি ১৬ হাজার টাকা দরে ৭৮ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। নিলামে অংশ নিয়ে ‘ফ্রেশ ফিশ কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি এম মুসা মাছটি কিনে নেন।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদার কারণে মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে। বিশেষ করে এর বায়ুথলি (এয়ার ব্লাডার) চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়, যা এর আকাশছোঁয়া দামের মূল কারণ। এর মাত্র তিনদিন আগে তিনি আরও একটি ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের কালো পোয়া ৭২ হাজার টাকায় কিনেছিলেন।

ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার উদ্দিন জানান, বৈজ্ঞানিক নাম Protonibea diacanthus—Sciaenidae পরিবারের এই সামুদ্রিক মাছ সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার লম্বা ও ১০-২৫ কেজি ওজনের হয়। কক্সবাজার, মহেশখালী, সেন্ট মার্টিন, পটুয়াখালী ও বরিশালের উপকূলে এটি মাঝে মাঝে ধরা পড়ে। কাদামাটি বা বালুময় তলদেশে ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকা এই প্রজাতি দুষ্প্রাপ্য বলেই এর এত কদর।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটির আন্তর্জাতিক নাম ‘ব্ল্যাক স্পটেড ক্রোকার’। উপকূলে পরপর দুটি কালো পোয়া ধরা পড়া স্থানীয় জেলেদের জন্য সুখবরই বটে।