চাঁদপুর টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা
সারা দেশের মতো চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী দক্ষতা ও কারিগরি প্রজেক্ট প্রদর্শনের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ চৌধুরী।
এবারের প্রতিযোগিতায় কলেজের চারটি বিভাগ অংশগ্রহণ করে। এর মধ্যে কম্পিউটার বিভাগের ৩টি, ইলেকট্রিক্যাল বিভাগের ৩টি, অটোমোবাইল বিভাগের ১টি এবং ড্রেস বিভাগের ২টি প্রজেক্টসহ মোট ৯টি স্টল প্রদর্শিত হয়। শিক্ষার্থীদের উপস্থাপনায় নানা নতুন ধারণা ও সৃজনশীল কাজ সবার দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা বলেন, শিক্ষা ও উদ্ভাবনের মধ্য দিয়েই একটি জাতি শক্তিশালী হয়। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তোমরা অনেক বেশি সুযোগ পাচ্ছো শেখার। কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, ইনোভেশন প্রজেক্ট কম্পিটিশন শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন তৈরিতে উৎসাহিত করবে। আমার প্রত্যাশা, শিক্ষার্থীরা শুধু দেশ নয়, বিশ্বকে আলোকিত করবে।
দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতায় অর্থায়ন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্প।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, কলেজের শিক্ষক ও বিচারকমণ্ডলী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভাগীয় চিফ ইন্সট্রাক্টর, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।