বাণিজ্যিক বন্দরে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২৫ লাখ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং আরও একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালাইয়া আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটে স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেনের মুদি ও মনোহরির দোকান থেকে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং পাশের সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়্যার দোকানেও আংশিকভাবে আগুন লাগে।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বন্ধুকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর
বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা সোহরব হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লন্ড্রি অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারণ, ওই মুদি দোকানে চা বিক্রি এবং লন্ড্রির কাজও চলতো।’
এই অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
পূর্ব সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের সহায়তা কামনা করেছেন।