২৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৪

চাঁদপুরে কলেজে উদ্ধারকৃত কঙ্কাল ঘিরে রহস্য!

উদ্ধারকৃত কঙ্কাল  © টিডিসি

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় একটি পরিত্যক্ত সরকারি বাসভবন থেকে এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কলেজের ভূগোল বিভাগের প্রাক্তন প্রদর্শক অশোক কুমার রায় প্রথমে দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কলেজ প্রিন্সিপালের পরিত্যক্ত সরকারি বাসভবনের পিছনে পানির মোটর রাখার কক্ষে কঙ্কালটি দেখতে পায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে ওই ব্যক্তি পানির মোটর চুরি করতে গিয়ে দুর্ঘটনায় পড়তে পারেন। ধারণা করা হচ্ছে, ভাঙা টিনের চাল দিয়ে ঢুকে মোটর খোলার সময় বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পিবিআই ও সিআইডি টিমও উপস্থিত হয়। পরে এসআই মো. সাকিব হোসেনের নেতৃত্বে কঙ্কালটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে পুলিশ স্কর্টের মাধ্যমে লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।