২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫

পিআর পদ্ধতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের টেংকেরপাড় মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয় কর্মসূচি।

বিক্ষোভের মূল দাবি হলো জাতীয় সংসদে উচ্চ কক্ষে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বাস্তবায়ন; আগামী জাতীয় নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা; আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এ দেশীয় এজেন্ট—জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধকরণ ও জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি পদপ্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা প্রয়োজন। নির্বাচনের আগে এই দাবিগুলোর বাস্তবায়ন না হলে দেশের জনগণ একটি নতুন গণআন্দোলনের পথে হাঁটবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সব ধর্ম, মত ও শ্রেণির মানুষকে নিয়ে ইনসাফভিত্তিক একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে বিশ্বাসী। আল্লামা মামুনুল হকের নেতৃত্বে যিনি রিকশা মার্কার প্রার্থী হিসেবে মনোনীত, তার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ‘যদি এই ৫ দফা বাস্তবায়ন ছাড়া নির্বাচন দেওয়া হয়, তাহলে আন্দোলন চলবেই, চলবেই। জনগণের ভোটাধিকার, ইনসাফ ও গণতন্ত্র রক্ষায় আমরা রাজপথে থাকব।’

এতে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মাওলানা আহমাদ হোসাইন, সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুসসহ জেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।