২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবায় ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলে স্থানীয় জামাল মিয়ার মেয়ে তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)।

পরিবার জানায়, দুপুরে দুই শিশু বাড়িতে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের ডোবায় এক শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়। এরপর অপরজনের মরদেহও ডোবা থেকে পাওয়া যায়। ভাই-বোন দুইজনকেই  নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, এ বিষয়ে থানায় কেউ অবগত করেনি। তবে পুলিশ বিষয়টি খোঁজখবর নিচ্ছে।