২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৯

যশোরে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা  © টিডিসি ফটো

যশোরের বাঘারপাড়া সীমান্তের বামনহাটিতে সড়ক দুর্ঘটনায় মাহফুজ (২০) নামে এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে। তিনি মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মন্ডলের ছেলে। স্থানীয়রা খবর পেয়ে দুর্ঘটনার শিকার মাহফুজকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুর্ঘটনায় আহত অপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঘারপাড়ার আঙ্গুলবাড়িয়া গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর আসে বাঘারপাড়ার বালিয়াডাঙ্গা বাজারের কাছে নড়াইল সদরের বামনহাটিতে সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নাজমুল জানান, আলমসাধু রাস্তার পাশে পানির মধ্যে ছিটকে পড়ে। এ সময় মুখের দুই পাশে ও মাথায় প্রচণ্ড আঘাত পায় আলমসাধু চালক। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় দুজনকে বালিয়াডাঙ্গা বাজারে নিয়ে আসেন। এর মধ্যে মাহফুজকে বাঘারপাড়া থানায় নেওয়া হয়। অপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত মাহফুজের চাচা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো খুব সকালে আলমসাধু নিয়ে বের হয় মাহফুজ। সোয়া ১১টার দিকে খবর পাই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এখনো সে বিয়ে করেনি। মাহফুজ বাবা মায়ের একমাত্র সন্তান বলেও উল্লেখ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রাফিয়াতুল জান্নাত নূর বলেন, ‘বেলা ১১টার কিছু সময় পর মাহফুজ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতলে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।’