২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০

খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সেনপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিত সেন (৩০) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিত সেন ওই এলাকার সত্যেন সেনের ছেলে এবং সম্প্রতি দিনাজপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাশের কাকুর বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে আহত হন অনিত। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুব্রত হালদার ঘটনাটি নিশ্চিত করেছেন।