২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১২

প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে ঘোর বিপদে কিশোরী, অতঃপর..

প্রতীকী ছবি   © সংগৃহীত ছবি

প্রেমিকের সঙ্গে দেখা করতে গোপনে বাড়ি থেকে বেরিয়ে বিপদে পড়ে এক কিশোরী। রাতের আঁধারে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একা অবস্থান করার সময় সচেতন এক যাত্রীর ফোনে পুলিশের হস্তক্ষেপে সম্ভাব্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় মেয়েটি।

জানা গেছে, হবিগঞ্জের দশম শ্রেণির এক ছাত্রী প্রেমিকের সঙ্গে দেখা করতে রংপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কাউকে না জানিয়ে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরে বাস পরিবর্তন করে রংপুর যাওয়ার কথা থাকলেও পথে ঘুমিয়ে পড়ায় গন্তব্যে নামতে ব্যর্থ হয় সে। গভীর রাতে মেয়েটি এসে পৌঁছায় ঢাকার মহাখালী বাস টার্মিনালে।

সেখানে বাসের অন্য সব যাত্রী নেমে গেলেও ওই কিশোরী বাসে রয়ে যায়। পরিস্থিতি বোধগম্য না হওয়ায় বাসের চালক ও স্টাফরা তাকে নানা প্রশ্ন করতে থাকেন। এ সময় বাসের এক যাত্রী বিষয়টি সন্দেহজনক মনে করে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, বাসে ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী একা রয়েছে এবং সে বিপদে পড়তে পারে।

ফোনটি গ্রহণ করেন কনস্টেবল সালমান, যিনি তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে বিষয়টি জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবার ঢাকায় এসে পৌঁছালে কিশোরীকে তাদের জিম্মায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।