রাজশাহীতে বিএসসি ইঞ্জিনিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
রাজশাহীতে বিএসসি ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন। তারা একমুখী শিক্ষা প্রস্তাবনা ও ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর জিরো পয়েন্টে এ কর্মসূচি শুরু হয়।
এ সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তবে তারা অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের জন্য একটি আলাদা লেন খোলা রাখেন। প্রায় দুই ঘণ্টা ধরে সড়ক অবরোধ চলার পর আন্দোলনকারীরা জিরো পয়েন্ট থেকে মণি চত্বর পর্যন্ত একটি শান্তিপূর্ণ মিছিল করেন এবং পরে আবার জিরো পয়েন্টে ফিরে এসে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল, জুলাই মাসের পর থেকে যেন আর কোনো কোটা পদ্ধতি রাখা না হয়। এর পরিবর্তে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে মূল্যায়ন করার দাবি জানান তারা।
পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামীন ইসলাম রকি বলেন, ‘একমুখী প্রকৌশল শিক্ষার প্রস্তাব মূলত প্রকৌশল খাতের জন্য একটি বড় হুমকি। এটি বাস্তবায়ন হলে প্রকৃত মেধাবীরা অবহেলিত হবে। আমরা দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতকে বাঁচাতে আন্দোলন করছি, কিন্তু সরকারের নীরবতা আমাদের হতাশ করেছে। আমরা অন্যায্য কোটার পরিবর্তে মেধাবী ও যোগ্যদের মূল্যায়নের দাবি জানাই।’
একই বর্ষের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই প্রহসন নিরসনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি। আমরা ভেবেছিলাম সরকার কার্যকর পদক্ষেপ নেবে, কিন্তু বাস্তবে সরকারের নীরবতা আমাদের হতাশ ও ক্ষুব্ধ করেছে। আমরা মেধার ভিত্তিতে মূল্যায়নের দাবি জানাচ্ছি। যদি আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এই আন্দোলন আমাদের ব্যক্তিগত স্বার্থে নয়, বরং প্রকৌশল খাতের ভবিষ্যৎ রক্ষার জন্য।’