২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

কলাপাড়ায় ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির লাশ উদ্ধার

নুরুল ইসলাম গাজী  © সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ২৭ ঘণ্টা পর নুরুল ইসলাম গাজীর (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নুরুল ইসলাম পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজের পর থেকে স্বজনরা উদ্ধার অভিযানের অপেক্ষায় ছিলেন।

নুরুল ইসলামের মেয়ে রূপা অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুরে বাদুরতলী এলাকায় তার বাবা একটি অটোরিকশায় বসা ছিলেন। তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ওই অটোচালককে মাদকসহ আটক করেন। তার বাবাকে তল্লাশি চালিয়ে কিছু না পেলেও ধাওয়া করে। ভয়ে তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিলে আর ওঠেননি।

তবে বিষয়টি অস্বীকার করে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির বলেন, ‘আমরা কেবল একজনকে গাঁজাসহ আটক করেছি। এর বাইরে কোনো অভিযান হয়নি। অভিযোগের বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই শুনেছি।’

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, ‘শুক্রবার বিকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। অবশেষে শনিবার বিকালে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়। লাশ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাবুদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিস থেকে মরদেহ গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’