২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪

ঘরে ঘুমাচ্ছিলেন বাবা-মাসহ দুই ছেলে, এসি বিস্ফোরণে পুড়লেন সবাই

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট  © ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান এলাকার একটি বাসায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০) এবং তাদের দুই শিশু সন্তান তানভীর (৯) ও তাওহীদ (৭)।

দুর্ঘটনার পর তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘরের এসির বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং তার বোন, ভগ্নিপতি ও দুই ভাগ্নে আগুনে দগ্ধ হন।

জানা গেছে, তুহিন হোসেন রাজধানীর মতিঝিলের মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় হলেও পরিবার নিয়ে তিনি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, তার স্ত্রী ইভার ১৫ শতাংশ, ছেলে তানভীরের ৪০ শতাংশ এবং ছোট ছেলে তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তুহিন, তানভীর এবং ইভার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।