১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৫
লক্ষ্মীপুরে লরির ধাক্কায় শিশু নিহত
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে পেট্রোলপাম্পের সামনে লরির ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি চরশাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শয়েলের একমাত্র মেয়ে।
জানা গেছে, পরিবারসহ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে। অনুষ্ঠানের চলাকালে বাইরে বের হওয়ার সময় দ্রুতগামী একটি লরি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।