লক্ষ্মীপুরে মোতাহের হোসেন চৌধুরীর ৬৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরীর ৬৯তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা এগারোটায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও গবেষক ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রাকিবুল আহছান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফ এবং প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি রাজীব কুমার সরকার বলেন, আমাদের অজ্ঞতা, মূর্খতা, সংস্কৃতি সম্পর্কে যে কুসংস্কার সেটি প্রবলভাবে আঘাত করে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন মোতাহের হোসেন চৌধুরী। ‘সংস্কৃতি কথা’ বইটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়। মোতাহের হোসেনের এ বই আমাদের শিল্প, সংস্কৃতির বাতিঘর। তিনি আমাদেরকে পথনির্দেশ করেছেন এবং সে পথ যদি আমরা অনুসরণ করতে না পারি, আমরা বিপথগামী হব। এজন্য মোতাহের হোসেন চৌধুরীকে স্মরণ করা অত্যন্ত জরুরি।