বাগেরহাটে পুকুরে ডুবে দাদা-নাতির মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে পুকুরে গোসল করতে নেমে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর শিবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উত্তর শিবপুর গ্রামের নূর জামানের ছেলে নূর কাদের মোল্লা (৯) ও তার দাদা শাহজাহান মোল্লা (৮০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে বেড়াতে আসা শিশু নূর কাদের বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুনে দাদা শাহজাহান মোল্লা পুকুরে ঝাঁপ দেন। কিন্তু তিনি নাতিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যান।
কিছুক্ষণ পর স্থানীয়রা ছুটে এসে দুজনকে পুকুর থেকে উদ্ধার করে। তবে তখন তারা নিস্তেজ হয়ে পড়েছিলেন। পরে নিশ্চিত হওয়া যায়, দাদা-নাতি দুজনই মারা গেছেন।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীরা জানান, এমন মর্মান্তিক ঘটনা এর আগে তারা কখনো দেখেননি। একসঙ্গে দাদা-নাতির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল বলেন, দুজনের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন। পরিবার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে।