জামালপুরে কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
জামালপুর শহরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুর থেকে মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মো. রাহিম (১৭)। সে ঢাকার মাইলস্টোন কলেজের ছাত্র এবং জামালপুর পৌরসভার রামনগর এলাকার রেজাউল করিমের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেলে বন্ধুদের সঙ্গে আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমেছিল রাহিম। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. আজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাহিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়েই তিনি পানিতে ডুবে মারা গেছে।’
সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র নিবিড় বলেন, ‘এটা খুবই মর্মান্তিক ঘটনা। রাহিম আমাদের কলেজের ছাত্র না হলেও এখানে আসত। তার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’