১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

নওগাঁয় অবসরপ্রাপ্ত ৪২ শিক্ষককে বিদায় সংবর্ধনা

উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের এ সংবর্ধনা দেওয়া  © টিডিসি

নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলার ৪২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট ও ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। অবসরে যাওয়ার পর মৃত শিক্ষকদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা এ সংবর্ধনা গ্রহণ করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের এ সংবর্ধনা দেওয়া হয়। 

উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান, খাঁপুর হাজী ধনেজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ইমন, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সানোয়ার হোসেন মানিক।

বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন উপজেলার গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, বিলছাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চান্দাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, বকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াচিন আলী প্রমুখ।