নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে অনন্ত হাসান আকাশ (১২) নামের এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মারা গিয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে। নিহত অনন্ত হাসান আকাশ উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের এখলাস মিয়ার ছেলে। তিনি স্থানীয় জনতা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অনন্ত হাসান আকাশ আজ বিকেল ৪টার দিকে তার নিজ বাড়ির ছাদে উঠেছিল। সেখানে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে পাশের টিনের ঘরের ছালে পড়ে যায়।পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিদ্যুৎপৃষ্টে আকাশ নামের এক স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।