১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫

লক্ষ্মীপুরে কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শনিবার লক্ষ্মীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল একাডেমি, লক্ষ্মীপুর এ আয়োজন করে।

নজরুল একাডেমি, লক্ষ্মীপুরের সভাপতি সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, নজরুল একাডেমির উপদেষ্টা প্রফেসর জেড এম ফারুকি, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, প্রফেসর মাইন উদ্দিন পাঠান প্রমুখ।