১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

পরিমল চন্দ্র ঘোষ  © টিডিসি ফটো

সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পরিমল চন্দ্র ঘোষ (৪২) নামের এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পুলিশ লাইনমুখে যাওয়ার সময় পরিমল চন্দ্র ঘোষের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এসআই পরিমল চন্দ্র ঘোষ সিরাজগঞ্জ জেলা পুলিশের একজন দায়িত্বশীল ও সম্মানিত কর্মকর্তা ছিলেন। সহকর্মীরা জানান, তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে পুলিশ বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: দীর্ঘ ৪৫ ঘণ্টা পর শেষ হলো জাকসুর ভোট গণনা 

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) বলেন, ‌এসআই পরিমল চন্দ্র ঘোষ ছিলেন একজন অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা। তার হঠাৎ মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা যথাযোগ্য মর্যাদায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবো এবং পরিবারের পাশে থাকবো।”

এ ঘটনায় নিহতের পরিবার গভীর শোকে মুহ্যমান। সহকর্মীরা জানিয়েছেন, মৃত্যুর খবর পাওয়ার পর থানায় ও পুলিশ লাইনে বিষাদের ছায়া নেমে এসেছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ব্যাটারিচালিত যানবাহনের বেপরোয়া চলাচল এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।