টঙ্গীতে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গী রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ও রাতে টঙ্গী রেলস্টেশন রোড এবং বৌবাজার রেলগেট এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
সকালে টঙ্গী রেলস্টেশন রোড থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে জানা যায়, নিহতের নাম মো. জামাল উদ্দীন (৭৭)। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৪৮ সালের ২০ মে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কলাকান্দা গ্রামের বাসিন্দা। বর্তমানে নরসিংদী সদর উপজেলার ভাটপাড়ায় বসবাস করছিলেন। এ ঘটনায় টঙ্গী রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১২৫) করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বৌবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা হিসেবেই ঘটেছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জিন্না বলেন, ‘উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’