০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০

ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাব পেল নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন  © টিডিসি

নওগাঁর বুকে ভিন্ন ও সুস্থ ধারার শিক্ষার আলো ছড়িয়ে আসছে নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। জেলা প্রশাসনের প্রত্যক্ষ নজরদারিতে পরিচালিত হওয়া এই বিদ্যাপিঠটি ইতিমধ্যেই ভালো ফল ও মানসম্মত পাঠদানের কারণে নওগাঁবাসীর মনে জায়গা করে নিয়েছে। এ ছাড়া শিক্ষা-সংক্রান্ত নানা প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীরা সুনাম কুড়িয়ে আসছে।

বিদ্যাপিঠের শিক্ষার্থীদের ভাষা-সংক্রান্ত কার্যক্রমে আরও জোরালো কার্যক্রম ও কম্পিউটার সম্পর্কে আরও জ্ঞান আহরণ করতে নতুন করে সংযোজন করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাব। বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাঙ্গুয়েজ ক্লাব ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বিয়াম ল্যাবরেটরি স্কুলগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করা হচ্ছে। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা সম্পর্কে আরও সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। বিশেষ করে ইংরেজি ভাষার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে থাকা ভীতি ও ত্রুটিবিচ্যুতিগুলো দূর হবে। ইংরেজি যে জটিল ভাষা নয়, সেই ভীতিটি শিক্ষার্থীরা সহজেই ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে দূর করতে সক্ষম হবে। এ ক্লাবের দ্বারা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতা মূলক আইলেটসসহ অন্যান্য ইংলিশ বেইজড কম্পিটিশন ও আইসিটিতে যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কম্পিউটার ল্যাবের সঠিক ব্যবহারের মাধ্যমে কম্পিউটার সম্পর্কিত জ্ঞান সহজেই অর্জন করে নিজেকে বর্তমান তথ্য প্রযুক্তির সঙ্গে খাপ খেয়ে নিতে পারবে। এমন সংযোজন নওগাঁর বিয়াম স্কুলের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। সন্তানকে একজন নিরাপদ মানুষ হিসেবে বিনির্মাণ করার পেছনে অভিভাবকদের গঠনমূলক নজরদারির কোনো বিকল্প নেই। অভিভাবকদের পর শিক্ষক ও প্রতিবেশীদের ভূমিকা অনস্বীকার্য। তাই একজন শিক্ষার্থী ডেঞ্জার লেভেল অতিক্রম না করা পর্যন্ত সন্তানদের সার্বিক খোঁজখবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।