০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩

গাজীপুর কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে আগুন  © সংগৃহীত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার তৎপরতায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দোকানি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালেই চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দেয়। তা দ্রুত আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সহায়তায় আসে।

আরও পড়ুন: কুবিতে মব হলে দায় প্রশাসনের— ছাত্রদলের সদস্য সচিবের মন্তব্য নিয়ে বিতর্ক

মার্কেটের ব্যবসায়ী আবু তাহের বলেন, ‘আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। মার্কেটে অনেক দোকান আছে, ক্ষয়ক্ষতি হবে বলেই মনে হচ্ছে।’

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘সকাল ছয়টার দিকে খবর পাই। পাঁচটি ইউনিটের চেষ্টায় ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’