০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

নওগাঁয় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক ৪

আটক চারজন  © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরের হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

আটক ব্যক্তিরা হলেন গৌতম চন্দ্র মন্ডল (৪৫), আশিক ইসলাম (৩৯), রুবেল হোসেন (৩৪) এবং দেলোয়ার হোসেনকে (৩৩)।

র‍্যাব জানায়, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত তারা। এ বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে র‍্যাব তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের কাছ থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানান, আটক ব্যক্তিদের যথাযথ আইনি ব্যবস্থা গ্রণি করতে মহাদেবপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।