২৯ আগস্ট ২০২৫, ১৬:১৫

উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, ৩ জনকে শোকজ

উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক  © সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসে এক তরুণীর টিকটক ভিডিও নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।


চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে এক তরুণী টিকটিক ভিডিও বানিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪টার দিকে এই তরুণী টিকটক আইডিতে ভিডিওটা ছাড়েন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তরুণী ওই অফিসের চেয়ারম্যানের চেয়ারে বসে এক সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সাজ্জাদ নূরের একটি গানের সাথে লিপসিং করছেন।

ভিডিওতে আরো দেখা যায়, পেছনের দেয়ালে লাগানো বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল লেখা একটি নাম ফলক। পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগোর নীচে লেখা চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ সিলেট।

সামাজিক মাধ্যমে এ ঘটনার সমালোচনা করে অলিউর রহমান নামের একজন লিখেছেন, সরকারি দপ্তর হচ্ছে জনগণের সম্পদ। আর সেই দপ্তরের মর্যাদা রক্ষার দায়িত্ব প্রশাসনের। অথচ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে থাকা অফিসে এক তরুণীর টিকটক ভিডিও ধারণ, এমন দৃশ্য প্রমাণ করে, দায়িত্বহীনতার চরম নজির গড়েছে উপজেলা প্রশাসন। চেয়ারম্যান নেই, অথচ তার আসনে বসে প্রকাশ্যে ভিডিও করা হচ্ছে, আমার  প্রশ্ন হলো এই অফিসের চাবি কার কাছে? কার অনুমতিতে তালা খুলে এমন অসঙ্গতি ঘটলো? যে ভিডিও করতে সহযোগিতা করেছেন তার সাথে মেয়েটির সম্পর্ক কি? উপজেলা প্রশাসনের এ ধরনের গাফিলতি কেবল লজ্জাজনকই নয়, বরং সরকারি দপ্তরের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই তরুণীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিডি করেছি (জিডি নং: ১২৯২ তা:২৯/৮/২০২৫ ইং)। এ ঘটনায় প্রাথমিক ভাবে আমরা দায়িত্বে অবহেলার কারণে ৩ জনকে শোকজ করছি। এছাড়া উপজেলা প্রকৌশলীর মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করছি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জিডির বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দলোনের পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান  মঞ্জুর  কাদির শাফি চৌধুরী এলিম আমেরিকায় চলে যান। পরবর্তীতে অন্তর্বতী সরকার সারাদেশের উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করলে চেয়ারম্যানের পদ শূন্য হয়ে যায়।